ঢাকা, সোমবার ০৮, ডিসেম্বর ২০২৫ ৮:৫৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস: মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

পরীমনিকে র‍্যাব হেফাজতে নেয়া হয়েছে 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার

র‍্যাব হেফাজতে নেয়া হচ্ছে পরীমনিকে।

র‍্যাব হেফাজতে নেয়া হচ্ছে পরীমনিকে।

অভিনেত্রী পরীমনির বনানীর বাসায় র‍্যাবের একটি দল প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযানের পর রাত সাড়ে আটটার দিকে তাকে র‍্যাব হেফাজতে নেয়া হয়েছে। তাকে তার বাসা থেকে বের করে এটি মাইক্রোবাসে করে র‍্যাব হেফাজতে নেয়া হয়।

একই সাথে পরীমনির ব্যক্তিগত গাড়িচালক ও বাসার একজন কর্মীকেও র‍্যাব হেফাজতে নেয়া হয়েছে।

অভিযানের সময় বিপুল পরিমান মদ ছাড়াও এলএসডি ও আইসের মতো মাদক উদ্ধারের তথ্য স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।

অবশ্য পরীমনির বাসায় দীর্ঘ সময় অভিযানের পর তাকে র‍্যাব হেফাজতে নেয়া কিংবা মদ-মাদক উদ্ধারের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করা হয়নি। তবে আগামীকাল বৃহস্পতিবার ব্রিফিং করা হবে বলে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে।

এর আগে বেলা প্রায় তিনটার দিকে বনানীতে পরীমনির বাসা ঘিরে ফেলে র‍্যাব সদস্যরা। কিন্তু পরীমনি তার ফ্লাটের দরজা খুলতে রাজি না হওয়ায় তাদের ভেতরে যেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়।

ওই অবস্থাতেই ফেসবুক লাইভে এসে পরীমনি অভিযোগ করেন যে একদল ব্যক্তি তাকে তুলে নিতে এসেছে।

তিনি অভিযোগ করেন যে একদল ব্যক্তি তার বাসার সামনে অবস্থান নিয়েছেন, এবং ওই ফেসবুক লাইভে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের চেষ্টা করতেও দেখা যায়।

পরীমনি অভিযোগ করেন যে তাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে ও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাড়ে চারটা নাগাদ পরীমনি ফেসবুক লাইভে থাকা অবস্থাতেই দরজার কাছে যান। তখন উল্টো দিক থেকে র‍্যাব পরিচয় দিয়ে পরীমনিকে দরজা খোলার অনুরোধ করে তাদের পরিচয় নিশ্চিত হতে বলা হয়।

এ সময় কয়েক মিনিট কথোপকথনের পর তিনি দরজা খুলে দেন, কিন্তু ফেসবুক লাইভে বাসায় কারা ঢুকেছে তা দেখা যায়নি।

দরজা খোলার পর একজন পরীমনিকে বলেন যে তারা আইনগতভাবে ওই অভিনেত্রীর সঙ্গে কথা বলবেন। ওই ব্যক্তি পরীমনিকে ফেসবুক লাইভ বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন।

পরীমনিকে এসময় বলতে শোনা যায় আপনারা সবার মোবাইল নিয়ে নিচ্ছেন কেন? এ সময় একজন আবারও তাকে ফেসবুক লাইভ নিজের হাতে বন্ধ করে দেয়ার অনুরোধ করেন এবং এক পর্যায়ে ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। এরপর র‍্যাবের পদস্থ একজন কর্মকর্তাকেও সেই ভবনে ঢুকতে দেখা যায়।

পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযান শেষে রাত আটটার পর সাদা গাড়ীতে করে পরীমনিকে নিয়ে যায় র‍্যাব সদস্যরা। অন্য একটি গাড়ীতে করে নেয়া হয় তার গাড়িচালক ও বাসার একজন কর্মীকে।

সাম্প্রতিক সময়ে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে ব্যাপক আলোড়ন তুলেছিলেন এই অভিনেত্রী।